অবশেষে সুন্দরগঞ্জের রামডাকুয়া খেয়াঘাটে কাঁঠের সাঁকো নির্মাণ কাজের উদ্বোধন

  20-02-2019 05:20PM

পিএনএস, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পৌরসভার রামডাকুয়া খেয়াঘাটের ইজারা বাতিল করে কাঁঠের সাঁকো নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গত মঙ্গলবার কাঁঠের সাঁকো নির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষে খেয়াঘাটে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পৌর মেয়র আব্দুল্লাহ্ আল- মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং নির্মাণ কাজের উদ্বোধন করেন গাইবান্ধা জেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, থানা অফিসার ইনর্চাজ এসএম আব্দুস সোবহান, জেলা পরিষদ সদস্য মাজেদা বেগম, ইমদাদুল হক নাদিম, জামিউল আনছারী লিংকন, বেলকা ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্লাহ্, পৌর জাপার সভাপতি আব্দুর রশিদ ডাবলু, জাপার বেলকা ইউনিয়ন সভাপতি মফিদুল ইসলাম মন্ডল, বেলকা ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক মজিবুর রহমান মজি প্রমূখ। স্থানীয়দের আর্থিক সহায়তায় এবং স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাঁঠের সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করলে স্থানীয় জন প্রতিনিধি নির্মাণ কাজের সহায়তায় এগিয়ে আসে। খেয়াঘাটটি জেলা পরিষদের অধিনে সরকারি টেন্ডারের মাধ্যমে ইজারা ছিল। বর্তমানে রামডাকুয়া দিয়ে প্রবাহিত তিস্তার শাখা নদীটি শুকে যাওয়ায় এলাকাবাসী সাঁকো নির্মাণের উদ্যোগ নেয়।

স্থানীয়দের আবেদনের ভিত্তিতে জেলা পরিষদ চেয়ারম্যান ইজারা বাতিল করে সাঁকো নির্মাণ কাজের উদ্বোধন করেন। ২০১২ সালে সাবেক সাংসদ সদস্য আব্দুল কাদের খান ইঞ্জিনিয়ারিং প্লান ছাড়াই নিজ অর্থায়নে রামডাকুয়ায় তিস্তা শাখা নদীর উপর একটি ব্রিজ নির্মাণ করে। ২০১৫ সালে বন্যার স্রোতে ব্রিজটি ভেসে যায়। তখন থেকে চরাঞ্চলবাসি নৌকার মাধ্যমে পরাপর করে আসছে। উপজেলা নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবুল মনছুর জানান, ব্রিজটি নির্মাণের জন্য যাবর্তীয় প্রক্রিয়া ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। টেন্ডার জটিলতার কারণে বিলম্ব হচ্ছে। চলতি অর্থবছরে কাজ শুরু হওয়ার সম্ভবনা রয়েছে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল




@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন