তানোরে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত

  21-02-2019 07:32PM

পিএনএস, তানোর (রাজশাহী) সংবাদদাতা : তানোর উপজেলা প্রশাসনের উদ্যোগে বইমেলাসহ নানা আয়োজনে যথাযথ মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

দিবসের প্রথম প্রহরে এবং আজ বৃহস্পতিবার সকালে উপজেলা চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন।

২১ ফেব্রুয়ারি সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা থেকে প্রভাত ফেরি বের হয়। র‌্যালীতে উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মো: গোলাম রাব্বী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্যাহ আল মামুন, তানোর থানা ভারপ্রাপ্ত অফিসার (ওসি) রেজাউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে ৩দিনের বইমেলার উদ্বোধন হয়েছে। এছাড়া সকাল ৯টায় আলোচনা সভা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল




@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন