সুন্দরগঞ্জে একুশের বই মেলায় উফছে পড়া জনতার ভীর

  21-02-2019 07:39PM

পিএনএস, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় এই প্রথম ৩ দিন ব্যাপি অমর একুশের বই মেলার উদ্বোধন করা হয়েছে।

গত বুধবার সন্ধ্যায় উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী সার্বিক সহায়তায় উপজেলা পরিষদ বটতলী চত্ত্বরে একুশের বই মেলার উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোলেমান আলীর সভাপতিত্বে বই মেলার উদ্বোধন উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, গাইবান্ধার পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া পিবিএম, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান রেজিয়া বেগম, থানা অফিসার ইনচার্জ এসএম আব্দুস সোবহান, পৌর মেয়র আব্দুল্লাহ্ আল-মামুন, উপজেলা আ’লীগ আহবায়ক টিআইএম মকবুল হোসেন প্রামানিক, সিনিয়ন যুগ্ম আহবায়ক আফরুজা বারী, উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি আনছার আলী সরদার, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মন্ডল, সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক বাবলু, সুন্দরগঞ্জ ডি ডব্লিউ সরকারি কলেজের অধ্যক্ষ এমকেএমএ হাবীব সরকার প্রমূখ। এর আগে ফিতা কেঁটে বই মেলার উদ্বোধন করা হয়। পরে বিভিন্ন স্টল ঘুরে ফিরে দেখেন অতিথিগণ। এসময় পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া সুন্দরগঞ্জ থানা পুলিশ স্টলের বই সাংসদ শামীমের হাতে শুভেচ্ছা উপহার হিসেবে তুলে দেন। বই মেলার শুরুতেই উফছে পড়া জনতার ভীর লক্ষ্য করা গেছে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল




@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন