বরিশালে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

  21-02-2019 08:53PM

পিএনএস, বরিশাল প্রতিনিধি : যথাযোগ্য মর্যাদায় বরিশালে মহান শহীদ দিবস ও আন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে।

আজ ২১শে ফেব্রুয়ারীর প্রথম প্রহরে ১২টা ১ মিনিটে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পন শুরু হয়। বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালনের শুরুতেই শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল জেলা আ’লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ (এমপি)। এরপর পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব:) জাহিদ ফারুক শামীম, সাধারন সম্পাদক (সাবেক সংসদ) ত্র্যাড.তালুকদার মোঃ ইউনুস, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস, রেঞ্জ ডিআইজি শফিকুল ইসলাম, জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান, বরিশাল মেট্টোপলিটন পুলিশ কমিশনার মোশারেফ হোসেন (অতিরিক্ত আইজি), পুলিশ সুপার সাইফুল ইসলাম, বরিশাল মহানগর আওয়ামী লীগ সভাপতি এ্যাড গোলাম আব্বাস চৌধূরী দুলাল, সাধারন সম্পাদক এ্যাড. একে এম জাহাঙ্গির হোসাইন,আর্মড পুলিশ ব্যাটালিয়ন, আরআরএফ, আনসার ভিডিপি, বরিশাল রিপোর্টার ইউনিট,বরিশাল মেট্টো পলিটন প্রেস ক্লাব,নিউজ এডিটরস্ কাউন্সিল বরিশাল, কেন্দ্রিয় কারাগার সহ বিভিন্ন সরকারী বেসরকারী এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী সংগঠন। পাশাপাশি হাজার হাজার সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদনে ভিন্ন মাত্রা পায় শহীদ মিনার চত্বর। নিরাপত্তায় র্যাব, পুলিশ, এপিবিএন, আনসার, রোভার স্কাউট ও সাংস্কৃতিক কর্মীরা নিয়োজিত ছিল। দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৮টায় জেলা ও মহানগর বিএনপি’র কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর সভাপতি এ্যাড. মজিবর রহমানের নেতৃত্বে নগরীতে শোক র্যালি সহকারে দলীয় অঙ্গ সংগঠনের নেতা-কমীদের সাথে নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্বা নিবেদন করেন। এছাড়াও দিবসটি উপলক্ষে রয়েছে সাংস্কৃতিক আয়োজন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল




@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন