বিয়ের দাওয়াত না দেয়ায় বরের উপর হামলা

  22-02-2019 07:40PM

পিএনএস ডেস্ক : বিয়ের বরযাত্রীর দাওয়াত না পেয়ে বরের উপর হামলার ঘটনা ঘটেছে। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গোবিন্দপুর গ্রামে শুক্রবার এই ঘটনা ঘটে। এ সময় ১০টি বাড়ি ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় দুই জন আহত হয়েছেন। আহতদের শৈলকুপা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গ্রামবাসি সুত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোবিন্দপুর গ্রামের ইউপি সদস্য মোনায়েম ও কিবরিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। তারা দুইজনই স্থানীয় আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত। শুক্রবার কিবরিয়ার বিয়ের বরযাত্রীর দাওয়াত না পেয়ে মোনায়েমের লোকজন কিবরিয়ার কর্মী-সমর্থকের উপর হামলা চালায়। পরে বরযাত্রী যাওয়া বাদ রেখে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু করে।

এসময় ওই গ্রামের তোতা ও সোনিয়া আহত হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বর কিবরিয়া জানায়, শুক্রবার তার বিয়ের দাওয়াত না পেয়ে প্রতিপক্ষের লোকেরা হামলা চালায়। এ সময় মেহের মন্ডল, নজির মন্ডল, সবুর মন্ডল, গোলাম রব্বানীর বাড়ীসহ ১০টি বাড়িঘর ভাংচুর করে। এ ঘটনায় শৈলকুপা থানায় মামলা হয়েছে। পুলিশ ৩ জনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন