রাজশাহী সীমান্তে চোরাকারবারীদের ওপর বিজিবির গুলি, ফেন্সিডিল উদ্ধার

  23-02-2019 03:40PM



পিএনএস ডেস্ক: রাজশাহীর পদ্মা নদীর ১০ নম্বর চর সীমান্ত দিয়ে ভারতীয় চোরাকারবারীরা প্রবেশের সময় বিজিবির গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। শুক্রবার গভীর রাতে এই ঘটনা ঘটে। এ সময় চোরাকারবারিদের ফেলে যাওয়া এক হাজার ২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।

বিজিবি-১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম শনিবার সকালে এ তথ্য জানান।

তিনি বলেন, বিজিবির ১০ নম্বর পদ্মার চর বিওপির (বর্ডার আউট পোস্ট) ১০ সদস্যের একটি বিশেষ টহল দল এই অভিযান চালায়। গোপন তথ্যের ভিত্তিতে তারা সীমান্ত পিলার ৬৮/৬-এস থেকে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পূর্ব বাথানবাড়ী নামক স্থানে ওঁৎ পেতে থাকে। তিনি আরও জানান, ১০-১২ জনের একটি সংঘবদ্ধ মাদক পাচারকারী দল এ সময় ভারত থেকে বাংলাদেশে মাদক পাচারের চেষ্টা করে। বিজিবি সদস্যরা তাদেরকে বাধা দেয়। এ সময় তারা বিজিবির ওপর আক্রমনাত্মক হয়ে উঠে। পরে ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশে টহল দলের সদস্যরা এসএমজি দিয়ে পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এতে মাদক পাচারকারীরা ফেন্সিডিল ফেলে পালিয়ে যায়। টহল দল তাদেরকে ধাওয়া করলে মাদক পাচারকারীরা ভারতের ভেতরে ঢুকে যায়। এ সময় ঘটনাস্থল হতে এক হাজার ২ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন