ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজটে ভোগান্তি

  15-03-2019 04:12PM

পিএনএস ডেস্ক : নারায়ণগঞ্জের শিমরাইল মোড় থেকে শুরু করে মেঘনা টোল প্লাজা পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে করে হাজার হাজার মানুষ ব্যাপক ভোগান্তিতে পড়েছেন।

শুক্রবার দুপুরে এ যানজট ভয়াবহ আকার ধারণ করে। নারায়ণগঞ্জের শিমরাইল মোড়, মদনগঞ্জ মোড়, মেঘনা টোল প্লাজা, কাঁচপুর মোড়সহ বিভিন্ন স্থানে শত শত মানুষ রাস্তার দু'পাশে যানবাহনের অপেক্ষায় রয়েছেন। কখন যানবাহন পাবেন তারও কোন নিশ্চয়তা নেই।

যানবাহনে আটকে থাকা সজীব জানান, সকাল থেকে মদনগঞ্জ থেকে দুই ঘন্টায় মাত্র একটু আসলাম। গাড়ি তো চলেই না এখানে। কখন যে বাড়ি পৌঁছাবো কে জানে!

ঢাকা থেকে কুমিল্লামুখী সামসুন্নাহার জানান, তিন দিনের ছুটিতে পরিবার নিয়ে সকলের সাথে গ্রামের বাড়িতে যেতে নিয়েছিলাম। সকাল থেকে এখনো জ্যামেই পড়ে আছি। এখানেই দুপুর ও রাতের খাবারের সময় পার হবে বলে মনে হচ্ছে।

জেলা ট্রাফিক পুলিশের টিআই প্রশাসন মোল্যা তাসলিম হোসেন জানান, মূলত রাতে মেঘনা ব্রিজে একটি যানবাহন বিকল

হয়ে যাওয়ায় এ যানজটের সৃষ্টি হয়েছে। আবার একসাথে তিনদিনের ছুটিতে অনেকেই গ্রামের বাড়ি ফিরছেন। যানজট এখনো রয়েছে, নিয়ন্ত্রণে আমাদের সহায়তা করছে হাইওয়ে ও জেলা পুলিশও।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল




@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন