‘নতুন লেখকদের আসতে না দিলে একদিন বাংলা সাহিত্য হারিয়ে যাবে’

  16-03-2019 06:30PM

পিএনএস, বরিশাল প্রতিনিধি : নতুন লেখকদের আমাদের সমাজে উঠে আসতে না দিলে দেশ থেকে একদিন বাংলা সাহিত্য হারিয়ে যাবে। আজকাল নতুন লেখকদের প্রকাশনাদের টাকা দিকে কাজ করাতে হয়। একারনে অনেক সময়ে নতুন লেখকরা তাদের মানুষিকতার গতি হারিয়ে ফেলেন। এক সময়তো আসবেই যেসময় পুরান লেখকরা থাকবেন না। তাই এখন থেকে নতুন লেখক সৃষ্টি করা না গেলে আগামী প্রজন্মকি পুরান গল্প আর সাহিত্য নিয়ে পড়ে থাকবে।

গত শনিবার বেলা সাড়ে ১২ টার দিকে বরিশাল রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাত ও মতবিনিময়কালে একথাগুলে বলেন, ঢাকা থেকে সদ্য প্রকাশিত দৈনিক রুপান্তর পত্রিকার কবি, সাহিত্য লেখক ও জেনারেল ম্যানেজার সাদত আল মাহমুদ। বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাসের সভাপতিত্বে মত বিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি লেখক ও সিনিয়র সাংবাদিক আনিছুর রহমান স্বপন,মুক্তিযুদ্ধাকালীন রনাঙ্গনের পত্রিকা স্থানীয় দৈনিক বিপ্লবী বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মুক্তিযুদ্ধা নুরুল আলম ফরিদ,বরিশাল রিপোর্টাস ইউনিটির প্রতিষ্ঠাকালীন সভাপতি ও শহীদ আঃ রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবের কার্যকরী কমিটির সদস্য এ্যাড, ইসমাইল হোসেন নেগাবান মন্টু, সাবেক সভাপতি-সম্পাদক ও বরিশাল ডেইলি স্টার প্রতিনিধি শুশান্ত ঘোষ,রিপোর্টাস ইউনিটির সাধারন সম্পাদক বাপ্পি মজুমদার। অনুষ্ঠান সঞ্চলনা করেন সিনিয়র সাংবাদিক কামাল মাসুদুর রহমান। এর পূর্বে বরিশাল রিপোর্টাস ইউনিটির সদস্যরা সাদত আল মাহমুদকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। পরে তিনি তার লেখা কয়েকটি প্রকাশিত বই ইউনিটিতে উপহার স্বরুপ প্রদান করেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল




@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন