পাইকগাছায় আনারস প্রতীকের নির্বাচনী বন্ধুসভা অনুষ্ঠিত

  16-03-2019 08:15PM

পিএনএস, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : কপিলমুনি খুলনার পাইকগাছা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. রশীদুজ্জামানের আনারস প্রতীকের এক বন্ধুসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে কাশিমনগর মাছকাটা চত্বরে উপজেলার বিভিন্ন ইউনিয়নের শত শত তরুণ ভোটারের উপস্থিতে এ বন্ধুসভা অনুষ্ঠিত হয়।

আনারস প্রতীকের প্রার্থীর পরিবারের তরুণ সদস্যরা এ নির্বাচনী বন্ধুসভার আয়োজন করেন। উন্মূক্ত এ সভায় শত শত তরুণ ভোটার আনারস প্রতীকে তাদের সমর্থন জানান। এ সময় বক্তব্য রাখেন আনারস প্রতীকের প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সদস্য সচিব মো. রশীদুজ্জামান, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার, জেলা ছাত্রলীগ নেতা মৃনাল কান্তি বাছাড়, অধ্যক্ষ শিমুল বিল্লা বাপ্পী, শিক্ষক আবু নেহা মোস্তফা কামাল, মধুসূদন হালদার, আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম, মো. হাফিজুর রহমান, তমাল মোড়ল, সবুজ মোড়ল, মেহেদী মোড়ল, মো. পারভেজ হোসেন, তুষার পারভেজ ও প্রার্থীর জেষ্ঠ কন্যা ঋত্বিকা জামান প্রমুখ।

বক্তরা স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. রশীদুজ্জামানের উপর বিগত ২০০১ সালের জাতীয় নির্বাচনের পর বিএনপি-জামাত জোট সরকারের অত্যাচারের চিত্র তুলে ধরেণ। তাঁর নামে সন্ত্রাসী তালিকায় নাম ঢুকিয়ে একাধিক হয়রানী মূলক মামলা, ছোট ভাই ওহেদুজ্জামান ও কপিলমুনি কলেজ ছাত্র ভাইপো তুষারের উপর যৌথ বাহিনীর অমানুষিক নির্যাতন এসব মোকাবেলা করে রাজনীতিতে টিকে থাকার কথা উল্লেখ করেন। রশীদুজ্জামান আওয়ামী লীগের একানিষ্ঠ রাজনৈতীক কর্মীর পাশাপাশি সফল দু’বার ইউপি ও সাবেক উপজেলা চেয়ারম্যান থাকা কালিন বিভিন্ন উন্নয়নের চিত্রও তুলে ধরেন। আনারস প্রতীকে ঐক্যবদ্ধভাবে কাজ করে প্রার্থীকে নির্বাচিত করতে দলীয় নেতা-কর্মী সহ সাধারণ মানুষের দোয়া-আর্শীবাদ কামনা করেন নির্বাচনী বন্ধুসভার এ তরুণ ভোটাররা।

উল্লেখ্য, আগামী ৩১ মার্চ অনুষ্ঠিতব্য পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪, ভাইস চেয়ারম্যান পদে ৪ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ সহ মোট ১৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।


পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল




@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন