নান্দাইলে ওষুধ ভেবে কীটনাশক খেয়ে শ্বাসকষ্টের রোগীর মৃত্যু

  18-03-2019 05:33PM

পিএনএস, ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের নান্দাইলে ওষুধ ভেবে নারিকেল গাছের পোকা মারার কীটনাশক খেয়ে শ্বাসকষ্টের রোগী হালিম উদ্দিন (৫৫)’র মৃত্যু হয়েছে। নিহত হালিম উদ্দিনের বাড়ি উপজেলার বেতাগৈর গ্রামে।

সোমবার (১৮ মার্চ) দুপুরের দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি মারা যান।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বেশ কয়েক মাস ধরে হালিম উদ্দিন শ্বাসকষ্ট রোগে ভুগছিলেন। তাঁর ঘরের একটি টেবিলে শ্বাসকষ্টের প্রয়োজনীয় ওষুধ থাকতো। সেখান থেকেই সময় মতো ওষুধ সেবন করতেন তিনি। কিন্তু ওই টেবিলে নারিকেল গাছের পোকা মারার জন্য বাজার থেকে কীটনাশক এনে রাখা হয়।

রবিবার (১৭ মার্চ) রাতে হালিম শ্বাসকষ্টের ওষুধ ভেবে কীটনাশক খেয়ে ফেলেন। পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে দ্রুত প্রথমে নান্দাইল সদর হাসপাতালে পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সোমবার দুপুরে তিনি চিকিৎসাধিন অবস্থায় মারা যান।

নান্দাইল থানার উপ-পরিদর্শক (এসআই)জালাল উদ্দিন বলেন, নিহত হালিম উদ্দিনের বাড়িতে গিয়ে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা নিলে তাঁর পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়না তদন্তে দাফন করার অনুমতি দেওয়া হয়।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল




@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন