রাঙামাটিতে ব্রাশফায়ারে প্রিসাইডিং কর্মকর্তাসহ নিহত ৭

  18-03-2019 07:42PM

পিএনএস ডেস্ক : রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার কংলাক থেকে ভোট শেষে কেন্দ্র থেকে নির্বাচনী সরঞ্জাম নিয়ে ফেরার পথে দুর্বৃত্তদের গুলিতে প্রিসাইডিং অফিসারসহ ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ৭ জন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম পরিচয় জানা যায়নি। সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙ্গামাটির পুলিশ সুপার আলমগীর কবীর জানিয়েছেন, বাঘাইছড়ির কংলাক থেকে নির্বাচনি সরঞ্জাম নিয়ে ফেরার পথে সন্ত্রাসীদের ব্রাশফায়ারে ৫জন নিহত হয়েছেন। তবে নিহতের সংখ্যা বাড়তে পারে।

সন্ধ্যায় বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের কংলাক সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে নির্বাচনের দায়িত্ব পালন শেষে ফিরছিলেন তারা। পথে দীঘিনালা-বাঘাইছড়ি সড়কের ৯ কিলোমিটার এলাকায় একদল দুর্বৃত্ত তাদের বহনকারী গাড়ি লক্ষ্য করে ব্রাশফায়ার করে। এতে কংলাক সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আব্দুল হান্নান আরবসহ ৫ জন নিহত হন। এ ঘটনায় পুলিশের ৪ সদস্য, ৩ আনসার সদস্য, ২ নারী ও এক শিশু গুলিবিদ্ধ হয়েছেন। তাৎক্ষনিকভাবে বাকি নিহত ও আহতদের নাম জানা যায়নি।


পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন