‘আপনার একটি ফোনে বন্ধ হতে পারে অপরাধ প্রবণতা’

  19-03-2019 07:00PM

পিএনএস, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পুলিশের কাছে আপনার একটা ফোনে বন্ধ হতে পারে অপরাধ প্রবণতা। খুলনার পাইকগাছা থানা ওসি এমদাদুল হক শেখ উপজেলার গড়ইখালী আয়ুব ও মুছা মেমোরিয়াল ডিগ্রী কলেজ শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় কালে এমনটি জানান। এসময় তিনি তুলে ধরেন মুক্তিযুদ্ধের গৌরব গাঁথা ইতিহাস। এছাড়া মাদক-জুয়া, ইভটিজিং সহ বাল্যবিয়ে বন্ধে সকলের সহযোগিতা কামনা করেন।

মঙ্গলবার সকালে কলেজ মিলনায়তনে ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রনব কান্তি গাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় কালে তিনি রাষ্ট্র বিরোধী শক্তি জামাত-শিবির সম্পর্কে সজাগ থাকার কথা বলে সমাজে যে কোনো ধরণের অপরাধ দমনে পুলিশের কাজে সহযোগিতার কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান আ. ছালাম কেরু, কলেজ শিক্ষক নির্মালেন্দু বাছাড়, প্রসেনজিৎ গোলদার, মনীষা বালা মন্ডল, জিএম আব্দুল সবুর, সমির কুমার ঢালী, উৎপল কুমার বাইন, এসএম তরিকুল ইসলাম, ব্রজেন্দ্র নাথ সরদার, রেবা আক্তার, তপন কুমার মন্ডল, পিযুষ কান্তি ঘোষ, আফছার উল্লাহ, খালিদ হোসেন, সাবিনা ইয়াসমিন, জিএম মফিজুল ইসলাম লিটু, দেবেশ চন্দ্র মন্ডল, সনাতন রায়, মানষ মন্ডল ও মুস্তাফিজুর রহমান প্রমুখ।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল




@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন