বরিশালে ৮ দফা দাবিতে দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর মানববন্ধন

  21-03-2019 03:39PM


পিএনএস ডেস্ক: জাত-পাত ও পেশা ভিত্তিক বৈষম্য প্রতিরোধে আইন কমিশন সুপারিশকৃত প্রস্তাবিত ‘বৈষম্য বিলোপ আইন’ দ্রুত প্রণয়ন ও দেশের সকল জেলার দলিত জনগোষ্ঠীকে সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় আনাসহ ৮ দফা দাবী আদায়ে বরিশালে মানববন্ধন করেছে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন।

সংগঠনের বরিশাল জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১০টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলনের বরিশাল জেলা সভাপতি মুক্তিযোদ্ধা নলিত কুমার দাসের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সুশান্ত ঘোষ, রনজিৎ দত্ত¡, উত্তম কুমার ভক্ত, রফিকুল আলম ও সুপ্রিয় দত্ত্ব সহ অন্যান্যরা।

মানববন্ধনে বক্তারা জাত-পাত ও পেশা ভিত্তিক বৈষম্য প্রতিরোধে আইন কমিশন সুপারিশকৃত প্রস্তাবিত ‘বৈষম্য বিলোপ আইন’ দ্রুত প্রনয়ন, দেশের সকল জেলার দলিত জনগোষ্ঠীকে সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় আনা, দলিত জনগোষ্ঠীকে বিকল্প পেশায় উৎসাহিত করতে তাদের কারিগরি প্রশিক্ষনের সুযোগ বাড়ানো, সকল মহানগর ও পৌরসভাসমূহে দলিত জনগোষ্ঠীর আবাসন সমস্যা সমাধানে বিশেষ পরিকল্পনা গ্রহন ও দলিতদের মধ্যে খাস জমি বরাদ্দ, পেশাগত স্বাস্থ্য ঝুঁকি নিরসনে পরিচ্ছন্নতাকর্মীদের সুরক্ষা উপকরণ সরবরাহ, দলিত শিক্ষার্থীদের শিক্ষা থেকে ঝড়ে পড়া রোধে সরকারী কার্যকর উদ্যোগ গ্রহন ও এই জনগোষ্ঠীর ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষ উপবৃত্তি প্রদান, পাবলিক বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে দলিত ছাত্র-ছাত্রীদের ভর্তি কোটা প্রবর্তন এবং সরকারি চাকরিতে দলিত জনগোষ্ঠীর জন্য কোটা ব্যবস্থা প্রবর্তনের জন্য সরকারের কাছে দাবি জানান।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন