শার্শার নাভারন বাজারে একটি মার্কেটে আগুন, ২ঘন্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে

  21-03-2019 04:47PM

পিএনএস, বেনাপোল প্রতিনিধি : শার্শার নাভারন একটি মার্কেটে আগুন ধরে যায়। ২ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে বেনাপোল ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল ১০টার সময় নাভারন বাজারে মোরাদ হোসেন মার্কেটে বিভিন্ন কোম্পানির ডিলারশিপ গোডাউনে আগুন লেগে যায়। এসময় যশোর-বেনাপোল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

জানা যায়, সকাল ১০টার সময় নাভারন বাজারে শার্শা সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোরাদ হোসেনের মার্কেটে আকর্ষিক আগুন ধরে যায়। এসময় মার্কেটের ৫/৭ টি দোকান দোকানে পুড়ে যায়। মোরাদ হোসেনের নিজের বিভিন্ন কোম্পানির ডিলারশিপ গোডাউনে থাকা প্রায় ৫০লক্ষ টাকা মুল্যের মালামাল পুড়ে যায়। প্রথমে স্থানীয় লোক আগুন নেভাতে চেষ্টা করে ব্যর্থ হয়। পরে বেনাপোল ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনা স্থলে এসে দীর্ঘ এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

বেনাপোল ফায়ার সার্ভিসের কর্মকর্তা তৌহিদুর রহমান জানান, আগুন লাগার খবর শুনে ঘটনা স্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তদন্ত না করে ক্ষয়ক্ষতির পরিমাণ এখন বলা যাবেনা।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল




@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন