আখাউড়া-আগরতলা সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব দোলযাত্রা সীমান্তে হোলি উৎসব

  21-03-2019 09:34PM

পিএনএস, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : আখাউড়া-আগরতলা সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব দোলযাত্রা সীমান্তে হোলি উৎসব সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব দোলযাত্রা (হোলি) উপলক্ষে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জওয়ানদের মধ্যে আবির (রং) মাখিয়ে আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন।

বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে আখাউড়া-আগরতলা স্থলবন্দর সীমান্তের নোম্যান্সল্যান্ডে এ হোলি উৎসব উদযাপন করা হয়। এর আগে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’কে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এসময় বিজিবি'র পক্ষ থেকেও বিএসএফকে মিষ্টি উপহার হিসাবে তুলে দেয়া হয়।

এ ধরণের আয়োজনে দু'দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আন্তরিক ও সৌহাদ্যপূর্ণ সম্পর্ক আরো জোরদার হবে বলে মনে করেন বিজিবি ও বিএসএফ উর্দ্ধতন কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার সকালে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া এবং ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা সীমান্তের নোম্যান্সল্যান্ডে হোলির আনন্দে মাতলেন উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা। বেলা সাড়ে ১১টার দিকে আখাউড়া-আগরতলা সীমান্তে বিএসএফের আমন্ত্রণে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জওয়ানরা হোলি খেলায় সামিল হন।

উভয় দেশের সীমান্তরক্ষী জওয়ানরা পরস্পরের মধ্যে আবির (রং) মাখিয়ে খেলেন। বিএসএফ জওয়ানরা আবির মেখে দেন বিজিবি জওয়ানদের গায়ে, অপরদিকে বিজিবি জওয়ানরা আবির মেখে দেন ভারতীয় জওয়ানের শরীরে। এসময় লাউড স্পিকারে হোলির গানের তালে তালে সবাই মিলে নেচে গেয়ে আনন্দ ভাগাভাগি করে নেন।

আগরতলা স্থলবন্দর বিএসএফ কোম্পানী কমান্ডার কৃষাণ কুমার ও বন্দর ক্যাম্প কমান্ডার গণপতি পূর্বপশ্চিমকে বলেন, আখাউড়া স্থলবন্দর বিজিবি জওয়ানরা হোলির আনন্দে সামিল হওয়ায় আমরা সবাই খুশি।

আখাউড়া স্থলবন্দর ক্যাম্প কমান্ডার মো. শাহ আলম পূর্বপশ্চিমকে বলেন, এ সীমান্তে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী সব সময়ই বন্ধুত্বপূর্ণভাবে কাজ করছে। আগামীতেও দু’দেশের সীমান্তরক্ষী বাহিনী আন্তরিকতা বজায় রাখবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

বিজিবি ২৫ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কবীর পূর্বপশ্চিমকে বলেন, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে এই ধরনের বিনোদন দরকার।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল




@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন