বরিশালে দলিত জনগোষ্ঠি ৮ দফা দাবী আদায়ের দাবীতে মানববন্ধন

  21-03-2019 09:57PM

পিএনএস, বরিশাল প্রতিনিধি : পাবলিক বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে দলিত ছাত্র-ছাত্রীদের ভর্তি কোঠা ব্যবস্থা রাখতে হবে। দলিত জনগোষ্ঠিকে বিকল্প পেশায় উৎসাহিত করার পাশাপাশি কারিগড়ি শিক্ষা প্রশিক্ষনের সুযোগ বাড়াতে হবে। দেশের সকল জেলার দলিত জনগোষ্ঠিকে ‘সামাজিক নিরাপত্তায় কর্মসূচি’র আনতে হবে। জাত-পাত ও পেশাভিত্তিক বৈষম্য প্রতিরোধ আইন কমিশন সুপারিশকৃত প্রস্তাবিত ‘বৈষম্য বিলোপ আইন’ দ্রুত প্রণয়ন করা সহ ৮ দফা দাবী আদায়ের লক্ষে মানববন্ধন কর্মসূচি পালন করেছে তারা।

বৃহস্পতিবার সকাল ১০টায় বরিশাল নগরের অশি^নী কুমার টাউন হলের সামনে দলিত জনগোষ্ঠি অধিকার আন্দোলন বরিশাল জেলা ও মহানগর কমিটি। বরিশাল জেলা শাখার সভাপতি মুক্তিযোদ্বা ললিত দাসের সভাপতিত্বে দলিত জনগোষ্ঠির দাবী আদায়ের প্রতি একাত্বতা প্রকাশ করে বক্তব্য রাখেন বরিশাল ডেইলি স্টার প্রতিনিধি ও বরিশাল রিপোর্টর্স ইউনিটি সাবেক সভাপতি শুশান্ত ঘোষ,বরিশাল মাইনোরিটি ফোরামের সভাপতি রনজিত দত্ত,(বিডিইএম(কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক উত্তম কুমার ভক্ত,উন্নয়ন সংস্থা (রান) এর নির্বাহী পরিচালক মোঃ রফিকুল আলম,বরিশাল দলিত জনগোষ্ঠি মহানগর সভাপতি পঙ্কজ সরকার ও উমা সরকার।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল




@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন