চাঁপাইনবাবগঞ্জে জনতার হাতে ভুয়া ডিবি সদস্য আটক

  22-03-2019 01:56PM


পিএনএস ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের বোয়ালিয়ায় স্থানীয় লোকজন নৌকার পক্ষে কাজ করলে ক্রসফায়ারের হুমকি দেওয়ায় আব্দুল আলিম (৪৫) নামে এক ভুয়া ডিবিকে আটক করেছে জনতা।

আটককৃত আব্দুল আলিম গোমস্তাপুর উপজেলার চাড়ালডাঙ্গা গ্রামের সামশুদ্দিনের ছেলে।

ঘটনাটি ঘটেছে শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার বোয়ালিয়া বাজারে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে আব্দুল আলিম বোয়ালিয়াবাজার নামক স্থানে গিয়ে নিজেকে ডিবি’র সদস্য হিসেবে পরিচয় দেন এবং ২৪ মার্চ অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীকে ভোট না দিয়ে স্থানীয় লোকজনকে আনারস মার্কায় ভোট দিতে বলেন। আর কেউ যদি ভোট না দেয় এবং নৌকার পক্ষে কাজ করে তাহলে তাদের ক্রসফায়ারে দেয়া হবে বলেও হুমকি দেয়। স্থানীয়দের সন্দেহ হলে তাকে বেয়ালিয়া ইউনিয়ন পরিষদে আটকে রেখে গোমস্তাপুর থানায় খবর দেওয়া হয়।

এ ব্যাপারে গোমস্তাপুর থানার ওসি জসিম উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি এক পুলিশ অফিসারের জানাযার জন্য চাঁপাইনবাবগঞ্জ সদরে অবস্থান করছেন। থানায় গেলে বিস্তারিত জানাতে পারবেন।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন