সুন্দরগঞ্জে বাড়িতে অগ্নি সংযোগঃ লুটপাট ও মারপিট অগ্নিদ্বগ্ধঃ ১ আহতঃ ৩

  22-03-2019 04:19PM

পিএনএস, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : সুন্দরগঞ্জ উপজেলায় জমিজমা সংক্রান্ত ঘটনার জের ধরে বাড়িতে অগ্নি সংযোগ, লুটপাট ও অগ্নিদ্বগ্ধ, মারপিটের ঘটনায় ৪ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

সরেজমিনে জানা যায়, উপজেলার উজানবোচাগাড়ী গ্রামে মৃত বাছর উদ্দিনের পুত্র আঃ রশিদ এর সাথে একই গ্রামের মৃত খুজিয়া পঞ্চায়েত এর পুত্র দেবেন মাষ্টারের সাথে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিষয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত শুক্রবার সকালে চন্ডিপুর ইউপি’র ২নং ওয়ার্ড সদস্য জেল ফুল এর নের্তৃত্বে দুই শতাধিক ভারাটিয়া লাঠিয়াল বাহীনি সদস্য বিভিন্ন দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে আঃ রশিদ এর বশতঃ বাড়ীর চার পাশে ঘিরে বাড়ীতে অগ্নি সংযোগ করে, লুটপাট ও উঠতি ইরিবোরো ফসলের ক্ষতি সাধন করে। এতে বাধা দিলে দেবেন মাষ্টারের ভারাটিয়া বাহিনীর মারপিটে সহিদ (৫৫), আমেনা (৭৫), মহিমা (৩৫) আহত ও আঃ রশিদ অগ্নিদ্বগ্ধ হয়ে গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ সময় দেবেন মাষ্টারের লোকজন ৫টি গরু ৬টি ছাগল, ১টি শ্যালো মেশিন ২টি নলকুপ জোর পুর্বক নিয়ে যায়। অগ্নিকান্ডে ৮০ হাজার টাকা, ধান, চাল, শিক্ষার্থীদের পাঠ্যবই, খাতা জমির দলিল সহ প্রয়োজনীয় কাগজ পত্রাদী পুড়ে ছাই হয়। এতে পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

উল্লেখ্য লাঠিয়াল বাহীনির নেতা চন্ডিপুর ইউপি সদস্য ফুল মিয়া শ্রীপুরে আলোচিত ডিব বাবু হত্যা মামলার অন্যতম আসামী ছিলেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল




@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন