আগুনে জ্বলছে গারো পাহাড়!

  24-03-2019 05:05PM

পিএনএস ডেস্ক : শেরপুরের ঝিনাইগাতীতে আগুনে জ্বলছে গারো পাহাড়ের সংরক্ষিত বন। অভিযোগ উঠেছে এক শ্রেণীর লোক প্রতিদিন আগুনে পুড়িয়ে সাবাড় করে দেয়া হচ্ছে বন। ফলে বেড়ে উঠছে না শালবনের কপিছ গাছ ও বেত বাগান। শুষ্ক মৌসুমের শুরুতেই রাংটিয়া রেঞ্জের গজনী, হালচাটি, নকশি, রাংটিয়া, নওকুচি, ছোট গজনী, গান্ধীগাঁওসহ বিভিন্ন স্থানে গজারী বনে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়। এতে গজারী বনের কপিছ গাছ গুলো আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

কখনো গরু রাখাল কখনো ভ্রমন বিলাসী আবার কখনো অসাধু বন কর্মচারীরা আগুন ধরিয়ে দিয়ে বন সাবাড় করে দিচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।

সরেজমিনে পাহাড় পোড়ার দৃশ্য অবলোকন করা গেছে। গজনী বিটের বিভিন্ন স্থানে বন বিভাগের অর্থে বেত বাগান গড়ে তোলা হয়েছিল। তাও পুড়ে ধ্বংস হয়ে গেছে।

স্থানীয় বাসিন্দারা জানায়, নানা অযুহাতে পুড়িয়ে দেয়া বেত বাগানগুলোতে নতুন করে বরাদ্দ এনে আবারো বাগান গড়ার উদ্দেশ্যে জালিয়ে দেয়া হচ্ছে।

অনুসন্ধানে দেখা গেছে, পুরো এলাকায় শাল, গজারী, কপিছ ও আগুনে পোড়া বেত বাগান নেড়া পাহাড়ে পরিণত হয়েছে। দিনে রাতে গারো পাহাড়ে জ্বলছে আগুন, এসব দেখার যেন কেউ নেই। আগুনে পুড়িয়ে দেয়ার ফলে গারো পাহাড়ের গজারী বন উজার হওয়ার পাশাপাশি প্রাণ বৈচিত্র হুমকির সম্মুখীন হয়ে পড়েছে।

এ ব্যাপারে গজনী ফরেষ্ট বিট কর্মকর্তা শাহ আলমের সঙ্গে কথা হয়। তার দাবি বন কর্মচারীদের দায়িত্বে কোন অবহেলা নেই।

শাহ আলমের ভাষ্য, রাখাল ভ্রমণ বিলাসীদের ছুড়ে ফেলা সিগারেটের আগুন থেকে বনে আগুনে সূত্রপাত হয়। খবর পেলে তারা তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রনে আনেন। তবে লোকবলের অভাবে অনেক সময় তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় না। ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা রুহুল আমিন বলেন, বনের আগুন নিয়ন্ত্রণের উদ্দেশ্যে সংশ্লিষ্ট বন কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন