নান্দাইলে শিশু কল্যাণে সুরক্ষা ও অংশগ্রহন বিষয়ক আলোচনা সভা

  24-03-2019 08:54PM

পিএনএস ডেস্ক : ময়মনসিংহের নান্দাইল এরিয়া প্রোগ্রাম ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উদ্দ্যোগে সাংবাদিক এবং চাইল্ড ফোরাম লিডারস্ এর অংশ গ্রহনের মধ্য দিয়ে স্থানীয় পর্যায়ে শিশু কল্যাণে সুরক্ষা এবং অংশগ্রহণ বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৪ মার্চ) সকালে নান্দাইল ওয়ার্ল্ড ভিশন এ.পি অফিস নতুন বাজার পন্ডিত ভবনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র নান্দাইল এরিয়া প্রোগ্রাম অফিসার ও এক্টিং এপি ম্যানেজার জিনিয়া স্ম্রং এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন নান্দাইল ওয়ার্ল্ড ভিশন স্পন্সরশীপ এ্যান্ড চাইল্ড প্রোক্টেশন অফিসার উজ্জ্বল প্যাট্টিক কোড়াইয়া সাংবাদিক অরবিন্দ পাল অখিল, মোঃ আজিজুর রহমান ভূইয়া বাবুল, ফজলুল হক ভূইয়া,আলম ফরাজী,এবি সিদ্দিক খসরু, কামরুজ্জামান খান গেনু, শামছ-ই-তাবরীজ রায়হান প্রমুখ।

শিশু সুরক্ষায় স্থানীয় শিশু প্রতিনিধি, বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সাথে মত বিনিময়ের সময় ‘শিশু নিরাপত্তা ও উন্নয়ন কর্মকান্ডে মত প্রকাশ, শিশু অধিকার ও নিরাপত্তায় স্থানীয় মিডিয়া ও সাংবাদিকদের ভূমিকা, শিশু অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করণে প্রতিবেদন প্রকাশ,কর্ম কৌশল এবং পরবর্তী করণীয় ব্যবস্থা গ্রহন বিষয়ে চাইল্ড ফোরাম লিডারস্ এর পক্ষে আলোচনায় অংশগ্রহন করেন নান্দাইল ঘাসফুল শিশু ফোরাম সভাপতি তুলি দেবনাথ, স্নেহা বর্মন, নিলয় দেবনাথ, আরমান ভূঞা, নুসরাত জাহান সাথী ও আলেয়া আক্তার মিলি প্রমুখ।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন