মোরেলগঞ্জে গণহত্যা দিবস পালিত

  25-03-2019 09:41PM

পিএনএস, মোড়েলগঞ্জ প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জে ২৫মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও মুক্তিযুদ্ধ বিষয়ক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সোমবার সকাল ১০টায় মোরেলগঞ্জ সরকারি বালিকা বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান। মাষ্টার ভরত চন্দ্র সরদারের পরিচালনায় আলোচনায় অংশগ্রহন করেন থানা অফিসার ইন-চার্জ কেএম আজিজুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদ সাবেক কমান্ডার মো. লিয়াকত আলী খান, যুদ্ধকালীন মুজিব বাহিনীর কমান্ডার ডা. মোসলেম উদ্দিন, মুক্তিযোদ্ধা এমকে আজিজ, মো. সিদ্দিকুর রহমান, প্রভাষক যথাক্রমে বেদান্ত হালদার, এইচ,এম জসিম উদ্দিন, প্রধান শিক্ষক মমতাজ বেগম, শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা লামিয়া ও সুমাইয়া আক্তার।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল




@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন