মজুরী বাস্তবায়নের দাবীতে নরসিংদীতেও পাটকল শ্রমিকদের বিক্ষোভ

  15-04-2019 03:58PM

পিএনএস, নরসিংদী প্রতিনিধি : মজুরী কমিশন বাস্তবায়নসহ ৯ দফা দাবী আদায়ের লক্ষ্যে পাটকল শ্রমিকদের ডাকা ৯৬ ঘন্টার ধর্মঘট পালন করছে বাংলাদেশ জুট মিলস্ এর শ্রমিকরা। সোমবার সকাল ৬টা থেকে একযোগে এই কর্মসূচি পালন করছেন খুলনাঞ্চলের ৯টিসহ সারা দেশের রাষ্ট্রায়ত্ত ২৬টি পাটকলের শ্রমিকরা।

এদিকে নরসিংদীর ইউএমসি জুট মিলস্ ও ঘোড়াশালের বাংলাদেশ জুট মিলস্ এর শ্রমিকরা ৯৬ ঘন্টার ধর্মঘটের প্রথম দিনে সোমবার (১৫ এপ্রিল) সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত নরসিংদীর সাটিরপাড়া-কামারগাঁও আঞ্চলিক সড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে শ্রমিকরা। এছাড়া ইউএমসি জুট মিলের সামনে জামতলা পৌর শ্রমিক মঞ্চে অবস্থান ধর্মঘট করে বিক্ষোভ সমাবেশ করে শ্রমিকরা। ইউএমসি জুট মিলস্ শ্রমিক ইউনিয়নের সভাপতি সফিকুল ইসলাম মোল্লার সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, সিবিএ সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাবেক সিবিএ সভাপতি আনিসুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, শ্রমিক নেতা কাউছার খানসহ অন্যান্য শ্রমিক নেতারা।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন