গ্রামের নাম পরিবর্তনের প্রতিবাদে সুন্দরগঞ্জে মানববন্ধন

  16-04-2019 03:50PM

পিএনএস, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মধ্য সাহাবাজ গাড়োকাটা গ্রামের নাম পরিবর্তন করে মধ্য সাহাবাজ কাজী পাড়া রাখার প্রতিবাদে মানববন্ধন করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।

গতকাল মঙ্গলবার মধ্য সাহাবাজ গাড়োকাটা গ্রামের বিক্ষুব্ধ জনতা মধ্য সাহাবাজ গ্রামের নাম পরিবর্তনের প্রতিবাদে স্কুল মোড়ে মানববন্ধনে অংশ নেয়। এ সময় বক্তব্য রাখেন লিমন শাহ, হামিদুল ইসলাম, নাঈম, আজগর আকন্দ, মোর্শেদা পারভীন, সোবহান শাহ প্রমুখ। বক্তাগণ মধ্য সাহাবাজ গাড়োকাটা গ্রামের নাম পরিবর্তন করে কাজী পাড়া নাম রাখার মূল হোতা বিভেদ-বিশৃঙ্খলা সৃষ্টিকারী দূর্নীতিবাজ, জালিয়াতবাজ, বিস্ফোরক ও নাশকতা মামলার আসামী, সর্বানন্দ ইউনিয়ন নিকাহ রেজিস্টার নুরুল ইসলাম সফিক এর দৃষ্টান্তমূলক শাস্তিসহ এলাকার নাম পরিবর্তনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে পূর্ব নাম মধ্য সাহাবাজ গাড়োকাটা বহাল রাখার দাবি জানান।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন