কালীগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

  16-04-2019 04:25PM

পিএনএস, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রান্তিক কৃষকদের প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ করেন মেহের আফরোজ চুমকি এম.পি।

মঙ্গলবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা প্রাঙ্গনে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহে আফরোজ চুমকি এমপি।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ শিবলী সাদিক এর সভাপতিত্বে বীজ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আবু নাদের সিদ্দিক ।

এ সময় উপজেলার বিভিন্ন স্তরের সরকারী কর্মকর্তা-কর্মচারী ও প্রণোদনা গ্রহণকারী কৃষকরা উপস্থিত ছিলেন। পরে উপজেলার ৫০জন কৃষককে ৫ কেজি বীজ, ১০ কেজি এমইউপি সার ও ১৫ কেজি করে ডিএপি সার বিতরণ করা হয়।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন