উত্ত্যক্ত ও চাঁদা দাবির প্রতিবাদ করায় ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

  16-04-2019 07:42PM

পিএনএস ডেস্ক : পিরোজপুরের ইন্দুরকানীতে গৃহবধূকে উত্ত্যক্ত ও চাঁদা দাবির প্রতিবাদ করায় স্থানীয় এক যুবলীগ নেতার নেতৃত্বে এক ইউপি সদস্যর ওপর হামলা, বাড়ির আসবাবপত্র ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।

সোমবার গভীর রাতে ঢেপসাবুনিয়া গ্রামের ইউপি সদস্য ও ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক ইয়াকুব আলী হাওলাদারের বাড়িতে ভাঙচুর চালানো হয়।

ইউপি সদস্য ইয়াকুব আলী জানান, ‘আমাকে রাতে মারধর করে বাড়িতে এসে ঘরের ভিতর ঢুকে ভাঙচুর করে এবং প্রায় পাঁচ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।’

অভিযুক্ত যুবলীগ নেতা শেখ শামীম বলেন, ‘এসব অভিযোগ বা ঘটনার সাথে আমার কোন সম্পৃক্ততা নেই।’

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, ‘সোমবার রাতে একদল যুবক বটতলা বাজারে ইউপি সদস্য সহ দুজনকে মারধর করে। তবে ঐ ঘটনার পর ইউপি সদস্যের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের বিষয়ে কতটা সত্যতা আছে তা খতিয়ে দেখা হচ্ছে। তবে ঐ রাতের ঘটনায় দুপুর পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।’

পিএনএস-জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন