বান্দরবানের প্রান্তিক লেকে বুনোহাতির মরদেহ উদ্ধার

  17-04-2019 11:24PM

পিএনএস ডেস্ক : বান্দরবানের সুয়ালক ইউনিয়নের প্রান্তিক লেকের পানিতে একটি বন্যহাতির মরদেহ ভেসে উঠেছে। ঘুড়তে আসা পর্যটকরা লেকের পানিতে হাতির মরদেহ দেখতে পেয়ে স্থানীয়দের জানায়।

বুধবার (১৭ এপ্রিল) সকালে বান্দরবান সদরের পর্যটনকেন্দ্র প্রান্তিক লেকে হাতির মরদেহটি দেখতে পান কিছু পর্যটক।

স্থানীয়রা জানান, লেকের পানিতে ভেসে উঠা মৃত হাতিটি ছোট। হাতির মরদেহ লেকের পানিতে ভাসতে দেখা গেছে। হাতিটির শরীরে পচন ধরায় বাতাসে দুর্গন্ধ ছড়াচ্ছে। বিষয়টি স্থানীয়রা বন বিভাগকে জানিয়েছে।

বান্দরবানের পাল্পউড বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা বিপুলকৃষ্ণ সাহা সাংবাদিকদের বলেন, খবর পেয়ে আমরা ঘটনা স্থলে যাই। লেকের পানিতে মৃত বন্যহাতির দেহ পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। হাতির মরদেহটি লেক থেকে উদ্ধারের জন্য ওই এলাকায় বন বিভাগের একটি টিম পাঠানো হয়েছে। তবে হাতিটি কীভাবে মারা গেছে তা এখনো জানা যায়নি, জানার চেষ্টা চলছে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন