শেরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার-বীজ বিতরণ

  20-04-2019 08:24PM

পিএনএস, শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার খরিপ-১ মৌসুমের বিভিন্ন ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে।

শনিবার (২০এপ্রিল) বেলা ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের পক্ষ থেকে কৃষকদের মাঝে বিনামূল্যে এসব বীজ-সার বিতরণ করা হয়। এ উপলক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেনের সভাপতিত্বে এক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও শেরপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মজিবর রহমান মজনু।

এছাড়া অন্যদের মধ্যে উপজেলা আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র আলহাজ্ব আব্দুস সাত্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাহ জামাল সিরাজী, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. খাদিজা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. শারমিন আকতার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোছা. রাবিয়া সুলতানা, আ.লীগ নেতা মকবুল হোসেন, সুলতান মাহমুদ, কৃষকলীগ নেতা এসএম আবুল কালাম আজাদ, আশরাফুল আলম আইয়ুব খান, কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার, মাসুদ আলম প্রমুখ।

পরে উপজেলার ১৬শ’ কৃষকদের মাঝে বিনামুল্যে উফশী জাতের ৫কেজি ধান বীজ, ১৫ কেজি ড্যাপ সার ও ১০ কেজি পটাস সার বিতরণ করা হয়।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন