কচুয়ায় মাদক-সন্ত্রাস-জঙ্গীবাদ ও বাল্যবিবাহ প্রতিরোধে আলোচনা সভা

  23-04-2019 08:45PM

পিএনএস, কচুয়া ( চাঁদপুর) আফাজ উদ্দিন মানিক : চাঁদপুরের কচুয়া উপজেলার কাদলা ইউনিয়ন পরিষদের উদ্যোগে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ,বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে ইউনিয়ন পরিষদের সামনে আলোচনা সভায় ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম লালুর সভাপ্রধানে ও ছাত্রলীগের নেতা মো, শরিফুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কচুয়া থানার ওসি মো. ওয়ালী উল্যাহ অলি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কচুয়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহজাহান কামাল, গুলবাহার আশেক আলী খান উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান, কচুয়া প্রেসক্লাবের সভাপতি রাকিবুল হাসান।

এছাড়াও বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাহঙ্গীর আলম, মনপুরা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যাক্ষ গাজী ইউসুফ, চৌমুহনী আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, মনপুরা বাতাবাড়িয়া জাফর আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, মনপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক ও আওয়ামীলীগ নেতা নাজির হোসেন, অহিদুল আলম, ইউপি সদস্য ওবায়েদ মিয়া, বোরহান উদ্দিন প্রমুখ।

এসময় বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম, সাংবাদিক, ব্যবসায়ী ও এলাকার বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন