নবাবগঞ্জে স্বাস্থ্য সচেতনায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

  25-04-2019 06:07PM

পিএনএস, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : সঠিক পুষ্টি ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত কল্পে পরিস্কার পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সচেতনতার উপরে দিনাজপুরের নবাবগঞ্জে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকালে উপজেলার দাউদপুর ইউনিয়নের ভগবানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ওই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। আইসিসিও কো- অপারেশনের অর্থায়নে এবং বে-সরকারী সংস্থা সিসিডিবি’র ইম্প্রুভিং নিউট্রিশন স্ট্যাটাস ইন ফ্যামিলি হেলথ(পুষ্টি) প্রকল্পের আয়োজনে ওই ক্যাম্পেইনে বক্তব্য রাখেন নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ আল আমিন কাজী, স্বাস্থ্য সহকারী মাহমুদা বেগম, সিসিডিবি’র ব্যবস্থাপক কৃষিবিদ পার্থ প্রতিম সেন,প্রোগ্রাম অফিসার নুসরাত জাহান ও নবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মতিয়ার রহমান।

ক্যাম্পেইনে ভগবানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ গ্রহন করে। ক্যাম্পেইনে স্বাস্থ্য সচেতনা ও পুষ্টির উপরে আলোচনা করা হয়। পরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন