রাজশাহীতে কালবৈশাখীর তাণ্ডবে নিহত ১

  17-05-2019 09:34PM

পিএনএস ডেস্ক : রাজশাহীতে কালবৈশাখীর তাণ্ডবে মারা গেছেন একজন। এছাড়া ভেঙে গেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডের অসংখ্য গাছ।

নিহতের নাম আব্দুস সোবহান সরকার (৮০)। তিনি পুটিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।

শুক্রবার সন্ধ্যায় হঠাৎ কালবৈশাখীর তাণ্ডবে ঘরের চালার চাপায় তিনি মারা যান।

পুটিয়া থানার ওসি শাকিল আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যায় হঠাৎ কালবৈশাখী ঝড় বয়ে যায় রাজশাহীর উপর দিয়ে। ওই সময় সোবহান সরকার পুঠিয়া উপজেলার বানেশ্বরে তার মুড়ির মিলে বসে ছিলেন। ঝড়ের তাণ্ডবে ওই মিলের চালা উড়ে তার উপর আছড়ে পড়ে। এতে সোবহান সরকার গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে ঝড়ের তান্ডবে রাজশাহীর অনেক গাছপালা ভেঙে গেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডের অসংখ্য গাছপালা ভেঙে গেছে। বাগানের আম অর্ধেক নষ্ট হয়েছে।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন