পীরগাছায় আগামীকাল থেকে দ্বিগুণ দামে ধান ক্রয় করা হবে

  20-05-2019 11:57AM


পিএনএস ডেস্ক: রংপুরের পীরগাছায় কৃষকদের ধান আবাদের ক্ষতি ঠেকানোর জন্য আগামীকাল মঙ্গলবার থেকে বাজার মূল্যের চেয়ে দ্বিগুণ দামে সরকারি ভাবে ধান কেনার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমীন প্রধান আজ সোমবার এ কথা জানান। তিনি এসময় বলেন, প্রতিমণ ধানের দাম ধরা হয়েছে এক হাজার ২৬ টাকা। ধান ক্রয় করা হবে ৪ শ’ মেট্রিক টন। আগামীকাল সকালে ডিসি মহোদয় এর উদ্বোধন করবেন। সরাসরি কৃষকের কাছে থেকে ধান ক্রয় করা হবে।

এ ব্যাপারে পীরগাছা উপজেলা চেয়ারম্যাল আলহাজ্ব আবু নাসের শাহ মাহবুবুর রহমান বলেন, যদি দলীয় প্রভাব মুক্তভাবে, কোনো প্রকার দালালী ছাড়াই প্রকৃত কৃষকের কাছ থেকে ধান ক্রয় করা হয় তাহলে কৃষকদের জন্য এটি ভালো হবে। কিন্তু দলীয়ভাবে কিংবা দালালের মাধ্যমে ধান ক্রয় করলে কৃষকদের কোনো লাভ হবে না।

স্থানীয় কয়েকজন কৃষক বলেন, দলীয় প্রভাব মুক্ত ভাবে ধান কেনা হলেই সরকারের যে ভর্তুকি দিচ্ছে তা আমরা সরাসরি পাব। কিন্তু আমরা কি দলীয় প্রভাব কিংবা দালালের মাধ্যমে ছাড়াই ধান সরকারের কাছে ধান বিক্রি করতে পারবো?- এ প্রশ্নও রাখেন তারা।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন