তানোর উপজেলাকে ইউএনও’র’ বাল্যবিবাহ মুক্তকরার দৃঢ় প্রত্যয়

  21-05-2019 05:39PM

পিএনএস, তানোর (রাজশাহী) সংবাদদাতা : রাজশাহীর তানোর উপজেলাকে শতভাগ বাল্যবিবাহমুক্তকরারদৃঢ়প্রত্যয়ব্যক্তকরেছেনউপজেলানির্বাহী অফিসার (ইউএনও) মোসা: নাসরিন বানু।

নবাগত ইউএনও আজ মঙ্গলবার উপজেলা হলরুমে এক মতবিনিময় সভায় এইঅভিমত ব্যক্ত করেন। পাশাপাশি উপজেলায় ভূগর্ভস্থ পানির স্তর নিন্মমুখী, ভূ-উপরিস্তর পানিসংরক্ষনকরা, শিবনদীর নব্যতা ফিরিয়ে আনতেখনন, মাদক, শিক্ষার মান উন্নয়নসহ বিভিন্ন প্রদক্ষেপের কথা বলেন এবং এই উপজেলাকে একটি আধুনিক উপজেলায় পরিণত করতে সকলের সহযোগিতা কামনা করেন।

ইউএনওমোসা:নাসরিনবানুরসভাপতিত্বেবিশেষঅতিথিছিলেন উপজেলাভাইসচেয়ারম্যানআবুবাক্কার,উপজেলাসহকারীকমিশনার (ভূমি)আব্দুল্যাহআলমামুন,উপজেলাস্বাস্থ্যওপরিবারপরিকল্পনা কর্মকর্তা ডা: রোজিয়ারা খাতুন, তানোর থানার ওসি (তদন্ত) রাকিবুল হাসান।অনুষ্ঠানেসরকারিকর্মকর্তা,শিক্ষক,সুশীলসমাজের প্রতিনিধি, সাংবাদিক প্রমুখ উপস্থিত ছিলেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন