নরসিংদীতে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কেনার দাবি

  21-05-2019 06:39PM

পিএনএস, নরসিংদী প্রতিনিধি : মধ্যস্বত্বভোগীদের কাছ থেকে বোরো ধান ক্রয় না করে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কিনে ন্যায্যমূল্য নিশ্চিত করার দাবি জানিয়ে জেলা প্রশাসকের কাছে স্বারকলিপি প্রদান করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে জেলা বিএনপির উদ্যেগে বিএনপির যুগ্ম-মহাসচিবের খায়রুল কবির খোকনের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক সৈয়দা ফরাহানা কাউনাইন এর হাতে এ স্বারকলিপি প্রদান করেন।এসময় উপস্থিত ছিলেন মনোহরদী বেলাবো আসনের সাবেক এমপি সরদার শাখাওয়াত হোসেন বকুল, জেলা বিএনপির-যুগ্ম সাধারন সম্পাদক হারুনুর রশিদ,শহর বিএনপির সভাপতি গোলাম কবির কামাল,যুবদলের আহবায়ক মহসিন হোসেন বিদ্যুৎ,যুগ্ম-আহবায়ক শাহেন শাহ শানু সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় তারা জাতীয় মজুরি কমিশন বাস্তবায়ন ও পাটকল শ্রমিকদের বকেয়া মজুরিসহ নয় দফা দাবি এবং ২০১৫ সালের মজুরি কমিশন বাস্তবায়নের দাবি জানান।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন