গাংনীতে ‘দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলিতে’ একজন নিহত

  22-05-2019 11:48AM


পিএনএস ডেস্ক: মেহেরপুরের গাংনীতে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলিতে নাজমুল ইসলাম (৩০) নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের করমদী মাঠপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নাজমুলের লাশ, অস্ত্র, গাঁজা ও একটি মোটরসাইকেল উদ্ধার করে।

নাজমুল হোসেন সহড়াতলা গ্রামের নজরুল ইসলামের ছেলে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্র নাথ সরকার জানান, করমদি গ্রামে দু’দল মাদক ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলেও একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। স্থানীয় লোজকন তাকে মাদক ব্যবসায়ী নাজমুল ইসলাম বলে শনাক্ত করে। নাজমুলের বিরুদ্ধে মাদকসহ ৫টি মামলা চলমান রয়েছে। ঘটনাস্থল থেকে একটি দেশীয় পিস্তল, এক কেজি গাঁজা ও একটি টিভিএস মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন