চট্টগ্রামের আগুন নিয়ন্ত্রণে

  24-05-2019 12:25AM


পিএনএস ডেস্ক: চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) ইউনিটি অ্যাক্সেসরিজের কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, আগুনে ভবনটির পঞ্চমতলা পুরোপরিভাবে ভস্মীভূত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইপিজেডের এক নম্বর সড়কের ইউনিটি অ্যাক্সেসরিজ কারখানার পঞ্চমতলায় আগুনের সূত্রপাত। রাত সোয়া ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জসিম উদ্দিন বলেন, আগুন নিয়ন্ত্রণে আনা গেছে। আগুন নিভলেও এখনও ডাম্পিংয়ের কাজ চলছে। আগুনে পাঁচতলা ভবনের পঞ্চমতলা পুরোপরি ভস্মীভূত হয়ে গেছে। কর্তৃপক্ষ বলছে আজ কারখানাটি বন্ধ ছিল। তাই কীভাবে আগুন লেগেছে তা এখন বলা সম্ভব নয়। এ ঘটনায় তদন্ত কমিটি হবে। এরপরই কারণ বলা যাবে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতিও আন্দাজ করা যাচ্ছে না।

তিনি জানান, ফায়ার সার্ভিসের ইপিজেড, বন্দর, কেইপিজেড ও আগ্রাবাদ ইউনিটের ১৪টি গাড়ি কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

পিএনএস/ হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন