বিরল প্রজাতির ‘বনরুই’ উদ্ধার

  24-05-2019 05:45PM

পিএনএস ডেস্ক : কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় বিরল প্রজাতির একটি ‘বনরুই’ উদ্ধার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে কচাকাটা থানা এলাকার বলদিয়া ইউনিয়নের কাশিমবাজার ছনবান্দা গ্রামের আব্দুর রশিদের বাড়ি থেকে প্রাণীটি উদ্ধার করা হয়।

শুক্রবার দুপুরে সেটি বনবিভাগের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

এলাকাবাসী জানায়, কাশিমবাজার ছনবান্দা গ্রামের আব্দুর রশিদের বাড়িতে বনরুইটি ছিল। ধারণা করা হচ্ছে, এটি বিক্রির উদ্দেশ্যে ভারত থেকে আনা হতে পারে। পরে বিষয়টি পুলিশে জানায় তারা।

ওই ওয়ার্ডের ইউপি সদস্য রাজু আহম্মেদ বলেন, বনরুইটি একই ইউনিয়নের খুটামার গ্রামের আব্দুর রহিম, আব্দুল করিম, মোখলেছুর রহমানসহ ৫/৬জন মিলে ভারতের আসাম থেকে নিয়ে আসে। এটি বিক্রির উদ্দেশ্যে রশিদের বাড়িতে রাখা হয়। বৃহস্পতিবারি সন্ধ্যায় আমার উপস্থিতিতে পুলিশ রশিদের ঘর থেকে প্রাণীটি উদ্ধার করে। রশিদ জানিয়েছে, তার ছেলের রোগের ওষুধ তৈরির জন্য বনরুইটি আনিয়েছে সে।

কচাকাটা থানার ওসি ফারুক খলিল জানান, বনরুইটি উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

নাগেশ্বরী উপজেলা বন কর্মকর্তা সাদিকুর রহমান শাহীন জানান, বনরুইটি সুস্থ আছে। আজকেই রংপুর বিভাগীয় বনকর্মতার অফিসে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন