রূপগঞ্জে দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১০

  09-06-2019 08:11PM

পিএনএস ডেস্ক : নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীর খেয়াঘাটের ইজারা নিয়ে দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ ২ ব্যক্তিকে গ্রেফতার করেছেন। রবিবার সন্ধ্যায় উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের রূপগঞ্জ এলাকায় ঘটে এই ঘটনা।

স্থানীয় ও প্রত্যেক্ষদর্শীরা জানান, রবিবার বিকেলে উপজেলার রূপগঞ্জ এলাকায় শীতলক্ষ্যা নদী দিয়ে রূপগঞ্জ-মুড়াপাড়া যাতায়াতকারী খেয়া নৌকার ঘাটের ইজারার জন্য স্থানীয় আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি লোকজন নিয়ে ডাক তুলেন। এ সময় কমিটির সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান তারেক ছাত্রলীগ নেতা রাসেল আহমেদ পিস্টনকে ১৬ লাখ টাকায় ঘাটের ইজারা দেয়ায় প্রতিশ্রুতি দেন।

এদিকে হঠাৎ কমিটির লোকজন সাড়ে ২৪ লাখ টাকার বিনিময়ে স্থানীয় মাদক ব্যবসায়ী ইয়াবা জুয়েলকে খেয়াঘাটের ইজারার দায়িত্ব দেয়ার ঘোষণা দেন। কিন্তু সন্ধ্যার দিকে ইয়াবা জুয়েল সাড়ে ১৬ লাখ টাকায় কমিটির লোকজনকে দিয়ে খেয়াঘাট বুঝে নিতে আসে। তখন রাসেলের পক্ষের লোকজন টাকা কম দেয়ার ব্যাপারে কমিটির লোকজনের কাছে কারণ জানতে চায়। এ সময় হঠাৎ ইয়াবা জুয়েল তাদের সাথে তর্কে জড়িয়ে পড়ে। একপর্যায়ে জুয়েল সাথে থাকা ছুরি দিয়ে রাসেলের পক্ষের আব্দুল্যাহকে আঘাত করে। এ নিয়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে ইয়াবা জুয়েল, মামুন, দ্বীন ইসলাম, জুয়েল মিয়া, সাগরসহ কমপক্ষে ১০ জন আহত হয়। এদের মধ্যে আব্দুল্যাহ, ইয়াবা জুয়েল ও মামুন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় নাজির মিয়া ও খায়রুল নামে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

এ ব্যাপারে বিদ্যালয়ের কমিটির সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান তারেকের সাথে তার ব্যবহৃত মোবাইল ফোনে বহুবার যোগাযোগের চেষ্টা করা হলেও মোবাইল বন্ধ পাওয়া গেছে।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, ইজারা নিয়ে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা শুনে সেখানে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন। এ ঘটনায় পুলিশ ২ জনকে গ্রেফতার করেছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন