বগুড়ায় যৌন উত্তেজক ওষুধ উদ্ধার, ৩ ফার্মেসির জরিমানা

  13-06-2019 08:47PM

পিএনএস ডেস্ক : বগুড়ায় শহরের ওষুধের মার্কেট হিসেবে পরিচিত খান মার্কেটে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ভিন দেশি যৌন উত্তেজকসহ বিনামূল্যের ওষুধ উদ্ধার করেছে। বৃহস্পতিবার বিকালে অভিযানকালে সরকারি ওষুধসহ অবৈধ পথে আসা লক্ষাধিক টাকা মূল্যের ওষুধ উদ্ধার করা হয় এবং ৩টি ওষুধ ফার্মাসিকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বগুড়ার নির্বাহী ম্যাজিষ্ট্রেট এটিএম কামরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এই অভিাযানে ড্রাগ সুপারসহ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা অংশ নেন।

বগুড়া ড্রাগ সুপার আহসান হাবিব জানান, বগুড়া শহরের খান মার্কেটের একতা মেডিসিন সাপ্লাই, পল্লী ফার্মেসি ও মোমিন ফার্মেসি নামে ৩টি ওষুধের দোকানের গোডাউনে অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের এই অভিযানে ভারত থেকে অবৈধ পথে নিয়ে আসা এ্যান্টি এলার্জিক ও যৌন উত্তেজক ওষুধসহ জন্ম নিয়ন্ত্রণের জন্য বিনা মূল্যে সরবরাহের সরকারী ওষুধ (ইনজেকশন) পাওয়া যায়। এসময় এসব ওষুধ জব্দ ও ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন