শিংনগর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

  20-06-2019 02:10PM


পিএনএস ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের শিংনগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মানারুল ইসলাম (৩০) নামে এক বাংলাদেশি রাখাল নিহত হয়েছেন। নিহত মানারুল ইসলাম মনাকষা ইউনিয়নের তারাপুর এলাকার নুহ মন্নার ছেলে।

২০ জুন বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ভোর সাড়ে ৩টার দিকে মানারুলসহ আরো ১০/১২ রাখাল শিংনগর সীমান্তের হারুনের বাগান দিয়ে ভারতে গরু আনতে যাচ্ছিলেন। এ সময় ভারতের দৌলতপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে বুকে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান মানারুল ইসলাম।

পরে তার সহযোগীরা মরদেহ নিজ বাড়িতে নিয়ে আসে। বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য হাবিবুর রহমান জানান, লাশ দাফনের প্রক্রিয়া চলছে। এ বিষয়ে জানতে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক সাজ্জাদ সরোয়ারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

শিবগঞ্জ থানর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার মো. মশিউর রহমান জানান, সীমান্তে নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ মর্গে পাঠানো হবে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন