বকশীগঞ্জে শিক্ষার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় সভা

  13-07-2019 08:47PM

পিএনএস, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে শিক্ষার মান উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ জুলাই শনিবার দুপুরে চন্দ্রাবাজ রশিদা বেগম স্কুল অ্যান্ড কলেজে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক শেখ মো. হাবিবুর রহমান ।

সভায় সভাপতিত্ব করেন চন্দ্রাবাজ রশিদা বেগম স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি ও বকশীগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগর।

বিশেষ অতিথি ছিলেন উপস্থিত ছিলেন ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উপ কলেজ পরিদর্শক অধ্যাপক জামাল উদ্দিন ।

এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উক্ত কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম।

প্রভাষক মওরানা মিজানুর রহমানের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য জয়নাল আবেদিন , বীর প্রতীক (বার) জহুরুল হক মুন্সী, মুক্তিযোদ্ধা অধ্যাপক আফসার আলী, আওয়ামী লীগ নেতা সাখাওয়াত হোসেন সাকা, শেফালী মফিজ আলিম মাদ্রাসার অধ্যক্ষ আবদুর রশিদ, বকশীগঞ্জ খয়ের উদ্দিন আলিম মাদ্রাসার অধ্যক্ষ রফিকুল ইসলাম, বকশীগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির পরিচালক মেজবাউল হক তুহিন, শিক্ষক মনোয়ার হোসেন প্রমুখ।

সভায় এই কলেজটির শিক্ষার মানোন্নয়ন, গুণগত মান আরো বৃদ্ধি করা, শিক্ষার্থীদের কলেজমুখী করা, নিয়মিত গভর্নিংবডির সভা করা, অভিভাবকদের কলেজ ভিজিট করানো , শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া বন্ধ করা, কলেজের শৃঙ্খলা ফিরিয়ে আনা আসা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

এ সময় কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, গভর্নিংবডির সদস্য সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন