চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩

  14-07-2019 07:00PM

পিএনএস ডেস্ক : চট্টগ্রাম মহানগরীর বন্দর থানাধীন কলসী দিঘীর পাড় ধামুপাড়া এলাকার একটি বাসায় রোববার সকালে রান্নাঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। এতে ওই বাসার গৃহকর্ত্রী রাজিয়া আক্তার (৪৫) এবং তার ছেলে মো. ইয়াছিন (২৩) ও মেয়ে তানিয়া (১৯) দগ্ধ হয়েছেন। তাদেরকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

তাদের অবস্থা এখনও আশংকামুক্ত নয় জানিয়ে চমেক হাসপাতালের বার্ন ইউনিটের সহকারী রেজিস্ট্রার নারায়ন ধর জানান, তিনজনের মধ্যে রাজিয়ার শরীরের ৫৫ শতাংশ, ইয়াছিনের ৩৫ শতাংশ ও তানিয়ার শরীরের ১৫ শতাংশ পুড়ে গেছে। ধোঁয়ায় তাদের শ্বাসনালীতে সমস্যা হয়েছে।

তিনি বলেন, অগ্নিদগ্ধ মা ও ছেলে-মেয়েকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন