বিরামপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের বৃত্তি ও উপকরণ বিতরণ

  15-07-2019 10:23PM

পিএনএস, বিরামপুর (দিনাজপুর) : প্রধানমন্ত্রীর কার্যালয় হতে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে গৃহীত “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)” শীর্ষক কর্মসূচির আওতায় ২০১৮-১৯ অর্থ বছরে দিনাজপুরের বিরামপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ১৫ জুলাই, সোমবার উপজেলা পরিষদ অডিটরিয়ামে প্রায় ৬০০ শিক্ষার্থীর মাঝে ১ হাজার টাকা শিক্ষাবৃত্তি ও বর্ষাকালীন রেইন কোর্ট, পেন্সিল-খাতা, পানির পটসহ বিভিন্ন শিক্ষা উপকরণাদি বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য মোঃ শিবলী সাদিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিরামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল আলম রাজু এবং পৌর মেয়র লিয়াকত আলী সরকার টুটুল।

আরো উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান কুলছুম বানু, কৃষি কর্মকর্তা নিকসন চন্দ্র পাল, থানার তদন্ত অফিসার ইনচার্জ সোহেল রানা প্রমূখ।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন