ডিমলায় ভূমি উপ-সহকারী কর্মকর্তার সম্মননা স্বারক অর্জন

  16-07-2019 09:47PM

পিএনএস, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : সততা ও নিষ্ঠা এবং কর্মদক্ষতা উচ্চ শিখড়ে পৌছার অন্যতম হাতিয়ার যা কাজে লাগিয়েছে নীলফামারী ডিমলা উপজেলা ৭ নং খালিশা চাপানী ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মোঃ গোলাম রাব্বানী। পিতা- মৃত ছাদেক হোসেন, মাতা- মৃত মাহরাফুন্ননেছা। দুই ভাই তিন বোনের মধ্যে তিনি তিন নম্বর। তার গ্রামের বাড়ি পাশ্ববর্তী জলঢাকা উপজেলা চাওরা ডাঙ্গী গ্রামে।

জানা গেছে তিনি ২০১৭ সালে তৎকালীন জেলা প্রশাসক তাঁর কার্যালয় ভূমি ব্যবস্থাপনা কর্মদক্ষতার স্বীকৃতি-স্বরুপ সম্মননা স্বারক প্রদান করেন।

তাঁর এ অর্জন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, কোন কাজকে ছোট মনে না করে কাজকে কাজের চোখে দেখে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাওয়াই হয়তো আমার এ অর্জন।

এ ব্যাপারে ৭নং খালিশা চাপানী ইউপি চেয়ারম্যান মোঃ আতাউর রহমান সরকার বলেন, ভূমি অফিস একটি সেবা মূলক প্রতিষ্ঠান। সেবা পেতে গিয়ে অত্র ইউনিয়নের কাউকে ভোগান্তির কথা শোনা যায় নি। প্রতিটি মানুষ যদি তার নিজ নিজ দায়ীত্ব ও কর্তব্য পালনে সচেষ্ঠ হই তবেই সম্ভব অসাধ্যকে সাধন করা।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন