মহাদেবপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে সংবাদ সম্মেলন

  17-07-2019 03:42PM

পিএনএস, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : “মাছ চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ”- এ শ্লোগানকে সামনে রেখে নওগাঁর মহাদেবপুরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯ উপলক্ষ্যে সংবাদ সম্মেলন করেছে উপজেলা মৎস্য দপ্তর।

বুধবার বেলা ১২টায় উপজেলা মৎস্য অফিসের আয়োজনে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবীব ভোদন, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা একেএম জামান প্রমুখ। সংবাদ সম্মেলনে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ জানান, ২০১৮-১৯ অর্থ বছরে উপজেলায় মাছের মোট উৎপাদন ৮ হাজার ৮’শ ৯৫ দশমিক ৬৩ মেট্রিকটন, যা চাহিদার চেয়ে ২ হাজার ৪’শ ৪২ মেট্রিকটন বেশি। উপজেলায় মৎস্য অভয়াশ্রম প্রতিষ্ঠার প্রচেষ্ঠা চলছে বলেও জানান তিনি।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন