ডিমলায় বন্যার্তদের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্প চালু

  17-07-2019 06:58PM

পিএনএস, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারী ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আয়োজনে বন্যাদূর্গত এলাকার বন্যার্তদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প চালু করা হয়েছে।

মেডিকেল সূত্রে জানা যায় বন্যার শুরু থেকে শেষ পর্যন্ত এ ক্যাম্প মাঠ পর্যায়ে সেবা প্রদান করতে থাকবে । বন্যা পরবর্তী কি কি রোগের প্রাদুর্ভাব ঘটতে পারে এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোঃ সারোয়ার আলম বলেন, বন্যার পরবর্তী সময় সাধারনত টাইফয়েড,আমশা, ডায়রিয়া , জ্বর, সর্দি, কাশি রোগের লক্ষন দেখা দিতে পারে । এর মধ্যে কেউ রোগে আক্রান্ত হলে নিকটস্থ ফ্রি মেডিকেল ক্যাম্প, কমিউনিটি ক্লিনিক , উপ-স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যেতে হবে, এতে রোগ নিরাময় না হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ শ্বরনাপন্ন হওয়ার পরামর্শ প্রদান করা হয়েছে ।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন