পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা

  17-07-2019 08:15PM

পিএনএস, চিরিরবন্দর(দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরে সদ্য প্রকাশিত এইচ.এস.সি পরীক্ষায় ফেল করায় অভিমান করে শ্রী কণা (১৭) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার নশরতপুর ইউনিয়নের দক্ষিন নশরতপুর গ্রামে। গতকাল বুধবার বিকেল ৫ টায় দক্ষিন নশরতপুর গ্রামের প্যামা জানকি পাড়ায় এ ঘটনা ঘটে।

নশরতপুর ইউনিয়নের ইউপি সদস্য মো.মোখলেছুর রহমানসহ স্থানীয়রা জানান, রেজাল্ট প্রকাশের পর অভিমান করে পরিবারের লোকজনের অজান্তে ঘরের ভিতর বাশেঁর সাথে উড়না প্যাচিয়ে শ্রী কণা আত্মহত্যা করে।

নিহত শ্রী কণা দক্ষিন নশরতপুর গ্রামের মুক্তি চন্দ্র রায়ের কন্যা। সে রাণীরবন্দর ইছামতি ডিগ্রি কলেজের বিজ্ঞান শাখা থেকে পরিক্ষা দিয়েছিলেন।

এ ব্যাপারে চিরিরবন্দর অফিসার ইনচার্জ মো. হারেসুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে লাশের সুরতহাল রিপোর্ট নেয়া হয়েছে। ওই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ সৎকারের (দাফনের) অনুমতি দেয়া হয়েছে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন