সেই রেলক্রসিং পেল দুই সিগন্যালম্যান

  19-07-2019 12:55AM


পিএনএস ডেস্ক: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বেতকান্দি অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় বর-কনেসহ মাইক্রোবাসের ১১ জন নিহতের পর ঘটনাস্থলে অবশেষে দুইজন সিগন্যালম্যান নিযুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে সিগন্যালম্যান বিপ্লব কুমার দাস (৩০) এখানে যোগদান করেছেন। শনিবার আরও একজন যোগদান করবেন।

রেল বিভাগের পার্মানেন্ট ওয়ে ইন্সপেক্টর (পিডব্লিউআই) পলাশ হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, উল্লাপাড়ার সলপ স্টেশনের অদূরে অরক্ষিত বেতকান্দি রেলক্রসিংয়ে সোমবার সন্ধ্যায় রাজশাহী থেকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় বরযাত্রীবাহী মাইক্রোবাসের বর-কনেসহ ১১ নিহত হন।

এ মর্মান্তিক ঘটনার পর রেল কর্তৃপক্ষ অরক্ষিত বেতকান্দি রেলক্রসিংয়ে দুইজন সিগন্যালম্যান নিযুক্ত করেছেন। আজ থেকেই একজন দায়িত্ব পালন শুরু করছেন।

তিনি আরও বলেন, ওই রেলক্রসিংয়ের রেললাইনের দক্ষিণে উভয়ধারের প্রায় আধা কিলোমিটার এলাকাজুড়ে গাছপালা কেটে ফেলা হয়েছে। সেই সঙ্গে রেল বিভাগের গঠিত পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি কাজও শুরু করেছেন।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন