সাউথ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি নিহত

  23-07-2019 04:01PM

পিএনএস ডেস্ক : দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। তার নাম জিয়াউর রহমান। বাড়ি চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার দারিন্দা রসুলপুর গ্রামে। গতকাল গভীর রাতে বেশ কয়েকজন সন্ত্রাসী তাকে তিনটি গুলি করে।

পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘ ১২ বছর যাবৎ জিয়াউর রহমান সাউথ আফ্রিকায় ব্যবসা করে আসছিলেন। দেশে আসার পর ১ মাস আগে তিনি আবারও সাউথ আফ্রিকায় যান। ঘটনার দিন রাত ১০টায় স্ত্রী তানজিনার সঙ্গে মোবাইলে কথা হয়। সংসার জীবনে তাদের একটি ১৮ মাসের কন্যা সন্তান রয়েছে।

জিয়ার স্ত্রী তানজিনা জানায়, আমার স্বামীর কোন শত্রু নেই। তিনি পার্টনারে ওই দেশে ব্যবসা করছিলেন।

সন্ত্রাসীরা কোন কিছু না বলে দোকানে এসে তাকে গুলি করে। তানজিনা বলেন, আমার স্বামীর লাশ বাংলাদেশে আনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সকলের সহযোগিতা কামনা করছি। আমি ও আমার কন্যা তার মুখখানা শেষবারের মতো দেখতে চাই।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন