সুন্দরগঞ্জে ত্রাণ হিসেবে শুকনো খাবার, ওষুধ বিতরণ

  23-07-2019 05:50PM

পিএনএস, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ত্রাণ সামগ্রী হিসেবে শুকনো খাবার ও ওষুধ বিতরণ করা হয়েছে।

গতকাল মঙ্গলবার বেলকা ইউনিয়নের বিশিষ্ট সমাজ সেবক ও সরদার মহসিন মেডিকেল সেন্টার (দাতব্য চিকিৎসালয়) প্রতিষ্ঠাতা পরিচালক ইঞ্জিনিয়ার মোস্তফা মহসিন সরদারের অর্থায়নে এবং তার পক্ষে বন্যা দুর্গতদের মাঝে জহুরুল হক সরদারের বাজারে ত্রাণ সামগ্রী হিসেবে শুকনা খাবার, খাবার স্যালাইন, পানি বিশুদ্ধ করণ ট্যাবলেনট ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আশরাফুল আলম সরকার (লেবু), থানা অফিসার ইনচার্জ এস,এম আব্দুস সোবহান, মাধ্যমিক শিক্ষা অফিসার মুঃ মাহমুদুল হাসান মন্ডল, সমবয় অফিসার আনিছুর রহমান, স্থানীয় চেয়ারম্যান ইব্রাহীম খলিলউল্লা, সাবেক চেয়ারম্যান জহুরুল হক সরদার, জুলফিকার আলী সরদার চন্দন, জাপা নেতা, সফিকুল ইসলাম বাদশা। উল্লেখ্য গত ৩ দিনে তারাপুর হরিপুর বেলকা চন্ডিপুর কাপাশিয়া ও শ্রীপুর এলাকায় ৫ হাজার বানভাসির মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন