বেনাপোল সীমান্তে বিএসএফ'র গুলিতে বাংলাদেশী যুবক আহত

  23-07-2019 08:07PM

পিএনএস, বেনাপোল প্রতিনিধি : বেনাপোলের রঘুনাথপুর সীমান্তে মঙ্গলবার ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)'র গুলিতে সাইদুর রহমান (৩০) নামে এক বাংলাদেশী যুবক আহত হয়েছে। সে বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রামের পশ্চিম পাড়া এলাকার মৃত্যু নুর ইসলামের ছেলে ।

জানা যায়, বিএসএফ এর গুলিতে আহত সাইদুর রহমান একজন মানব পাচারকারী সে মঙ্গলবার ভোরে একদল নারী-পুরুষ নিয়ে রঘুনাথপুর সীমান্তের মাঠ দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করে। এ সময় জয়ন্তীপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা তার উপর গুলি করেন। গুলি তার হাতে ও পিঠে লেগেছে বলে জানিয়েছে এলাকাবাসী। গুলি লাগার পর তার সাথে থাকা অন্য পাচারকারীরা তাকে বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে আসে। বর্তমানে সে যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় ইউপি সদস্য রুহুল আমিন জানান, বিএসএফ'র গুলিতে রঘুনাথপুর গ্রামের নুর ইসলামের ছেলে সাইদুর রহমান আহত হয়েছেন। তাকে আশংকা অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

এ ব্যাপারে যশোর- ৪৯ বিজিবি ব্যাটালিয়নের রঘুনাথপুর ক্যাম্পের হাবিলদার দেলোয়ার হোসেন জানান, এলাকাবাসীর মাধ্যমে মঙ্গলবার ভোরে জানতে পারি সাইদুর রহমান নামে এক ব্যক্তি বিএসএফ'র গুলিতে আহত হয়েছে। পরে স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে খোঁজ নিয়ে জানাযায় তার বাড়ি রঘুনাথপুর।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন